ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

চল চল ঢাকা চল (মার্চ ফর ডেমোক্রেসি)

চল চল ঢাকা চল / তোল তোল স্লোগান তোল
জাগো জাগো জাগো দেশোবাসী
দেশ বাঁচাতে জাগতে হবে / স্বৈরাচারী রুখতে হবে
ডাক এলো (এবার) মার্চ ফর ডেমোক্রেসি ।।

শোসনের শৃঙ্খল ভেঙ্গে ফেলো
গড়ে তোল দৃঢ় প্রতিরোধ
স্বৈরাচারের সব আগল ভেঙ্গে
মুক্ত কর জনপদ
চারিদিকে নিপীড়ন জুলুম যত
শাসকের খড়গে নিষ্পেষিত
নির্যাতিত এসো পাশাপাশি ।।

গণতন্ত্রের নামে চলছে দেখো
স্বৈরাচারের নিপীড়ন
ক্ষমতা লোভী আর লুটেরাদের
রুখে দাড়াও জনগন
নির্বিচারে যারা চালায় গুলি
মানুষের রক্তে খেলছে হুলি
রুখতে তাদের জাগো দেশবাসী ।।

বিচারের নামে আজ এ-কী প্রহসন
চলছে দেখ হায় হায়
ন্যায়
নীতি যুক্তি মানে না কিছু
পিশাচেরা বর্বরতায়
দেশপ্রেমী জনতার গলায় ফাঁসি
হায়নার চোখে মুখে অট্টহাসি
রুখতে তাদের জাগতে হবে
জাগো বীর বিশ্বাসী ।।

No comments:

Post a Comment