আমাদের কথা গুলোকে এমনি করে বহুদিন
মুছে দিতে ওরা কেউ পারেনি।
সত্যের কথা মোরা বলেই যাবো
বাধার পাহাড় যত মাড়িয়ে...
মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ
চালিয়ে যাবোই আনিবার
মানিনি মানিনি মানবো না কোনোদিন
স্বৈরাচারীরঅবিচার ।
এইতোসেদিন কলিজার খুনে রঞ্জিত হল কাফেলা।
গ্রেনেডের আঘাতে উড়ে গেল
কত প্রান কত চোখ কত স্বপ্ন,
বুলুটের আঘাতে চলে গেল
কত মন কতপ্রান কত রত্ন।
কোরানের কথা মরা চৌদিকে দশদিকে বলছি
আরো বলব বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে
করছি আরো করব।
এইজমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না যত দিন।
কথা সুর কে? নাম দিলে ভালহতো
ReplyDeleteগানটা কার লিখা...এটা দিলে ভালো হতো......
ReplyDeleteসুবহানাল্লাহ
ReplyDelete