ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday 29 December 2013

শহীদি ঈদ - কাজী নজরুল ইসলাম

চাহি না ক গাভী দুম্বা উট,
কতটুকু দান? ও দান ঝুট।
চাই কোরবানি, চাই না দান।
রাখিতে ইজ্জত ইসলামের
শির চাই তোর, তোর ছেলের,
দেবে কি? কে আছ মুসলমান?

ওরে ফাঁকিবাজ, ফেরেব-বাজ,
আপনারে আর দিস্নে লাজ,-
গরু ঘুষ দিয়ে চাস্ সওয়াব?
যদিই রে তুই গরুর সাথ
পার হয়ে যাস পুলসেরাত,
কি দিবি মোহাম্মদে জওয়াব!

গরুরে করিলে সেরাত পার,
সন্তানে দিলে নরক নার
মায়া দোষে ছেয়ে গেল দোজখ।
কোরবানী দিলি গরু ছাগল
তাদেরই জীবন হ'ল সফল
পেয়েছে তারা বেহেশতলোক।

শুধু আপনারে বাঁচায় যে,
মুসলিম নহে, ভন্ড সে!
ইসলাম বলে - বাঁচ সবাই!
দাও কোরবানি জান্ ও মাল,
বেহেশ্ত তোমার কর হালাল।
স্বার্থপরের বেহেশ্ত নাই।

খেয়ে খেয়ে গোশ্ত রুটি তো খুব
হয়েছ খোদার খাসি বেকুব,
নিজেদের দাও কোরবানি।
বেঁচে যাবে তুমি, বাঁচিবে দ্বীন,
দাস ইসলাম হবে স্বাধীন,
গাহিছে কামাল এই গানই।

যত দিন তোরা নিজেরা মেষ,
ভীরু দুর্বল অধীন দেশ,
- আল্লাহ্র রাহে ততটা দিন
দিও না কপশু কোরবানি,
বিফল হবে রে সবখানি!
(তুই) পশু চেয়ে যেরে অধমহীন!

মনের পশুরে কর জবাই,
পশুরাও বাঁচে - বাঁচে সবাই।
কশাই-এর আবার কোরবানি!
- আমাদের নয়, তাদের ঈদ,
বীর-সুত যারা হল শহীদ,
অমর যাদের বীরবাণী।

শহীদি ঈদ - কাজী নজরুল ইসলাম

1 comment: