ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

মারহাবা করতালি কিছু চাইনা

মারহাবা করতালি কিছু চাইনা,
আমি চাই শিশুদের পড়ালেখা বিনে জীবন যেন কাটেনা,
আমি চাই দুঃখীদের খাদ্য বসন বিনে জীবন যেন কাটেনা।

আমার মত হাজার শিশু
পেটের দায়ে কাজের পিছু
ছুটছে অবিরাম, নেই কোন বিশ্রাম
দেখেও তা কেউ দ্যাখেনা (ঐ)

আদর করে আশার বাণী
কেউ শুনায়না একটু খানি।
চোখের কান্নায় বুক ভেসে যায়
দেখেও তা কেউ দ্যাখেনা (ঐ)

No comments:

Post a Comment