ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

আমি আর নেই এই মিছিলে

আমি আর নেই এই মিছিলে
ভাবতেই বন্ধু বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়

ঈমানের এ মিছিলে আসবো আবার
জেহাদের এ জোয়ারে ভাসবো আবার
এখানে যে প্রীতি ছিল
সোনা সোনা স্মৃতি ছিল
এখানে যে প্রীতি ছিল
সোনা সোনা স্মৃতি ছিল
আমার যে শেষ স্মৃতি টুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়

মনে রেখো এ মিছিলে আমিও ছিলাম
ছিলাম যে তোমাদেরই, কাছে কাছে
তাঁর কথা ভুলে গেছো, আজ সকলে
তোমাদের কথা তবু, মনে আছে

একা একা পড়ে রবো ধুধু আঁধারে
আর কেউ খুজবেনা কভু আমারে
এখানে যে প্রীতি ছিল
সুখ ছিল স্মৃতি ছিল
এখানে যে প্রীতি ছিল
সুখ ছিল স্মৃতি ছিল
আমার যে সেই স্মৃতি, টুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়

আমি আর নেই এই মিছিলে
ভাবতেই বন্ধু বুক ভেঙ্গে যায়
বুক ভেঙ্গে যায়, প্রাণ ভেঙ্গে যায়
জীবনের সকল - সুখ ভেঙ্গে যায়
আমার যে সেই স্মৃতি, টুক ভেঙ্গে যায়
জীবনের সকল – সুখ ভেঙ্গে যায়

No comments:

Post a Comment