ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন

প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান, করুণা অফুরান
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।

কেবল তোমারি করি ইবাদাত
কেবল তোমারি চাহি নিয়ামাত।
দাও দিশা দাও সরল পথের;
সিরাত মুস্তাকিম।।(ঐ)

যাঁদের উপরে করেছ রহমত
পেয়েছে তোমার অশেষ মহাব্বত।
তাঁদের সে পথ দাও আমাদের
দাওগো তোমার দ্বীন।।(ঐ)

যাদের উপরে কেবলই গজব
নাযিল করেছ দিয়েছ আযাব।
তাদের সে ভাগ্য দিওনা মোদের,
হে অসীম সীমাহীন।।(ঐ)

4 comments:

  1. যাঁদের উপরে করেছ রহমত
    পেয়েছে তোমার অশেষ মহাব্বত।
    তাঁদের সে পথ দাও আমাদের
    দাওগো তোমার দ্বীন।

    ReplyDelete