তুমি যদি কভু দেখা দাও হে অনন্য
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য
কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর
দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝর
দাও যদি দেখা সামান্য
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য
তুমি যদি কভু দেখা হে অনন্য
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য
অনন্ত কাল আমি থাকতে পারি বসে
বল যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে
হোক না সে মরু অরন্য
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য
তুমি যদি কভু দেখা দাও হে অনন্য..
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য ।।
অসাধারণ
ReplyDeleteFine
ReplyDelete