ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

বাংলাদেশের মত এমনি আপন, পৃথিবীর নেই যে কোথাও

বাংলাদেশের মত এমনি আপন, পৃথিবীর নেই যে কোথাও
তুলির আঁচড়ে যেন আকা এই দেশ, সবুজ শ্যামলী এক গাও।

এখানে মেঠো পথে- বাউলের একতারা বাজে,
সোনালি ফসলের মৌ সুবাসে- কৃষকেরা ছুটে যায় কাজে।
নদীর বুক জুড়ে চলে- সারি সারি পাল তোলা নাও।

এখানে বাশের বনে- পাখিদের সুরেলা আসর,
গাছেরও ডালে বৈশাখ মাসে- পাখিরা গড়ে যে যে বাসর।
নদীর বুক জুড়ে চলে- সারি সারি পাল তোলা নাও।

No comments:

Post a Comment