ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 28 December 2013

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

ও নামে এত জাদু, এত মধুময়
ও নাম নিয়েই ফুল সুরভী ছড়ায়,
ও নামের সুর তুলে শুধু আমি চাই
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আরশের বুকে লেখা ও মধুর নাম
তামাম মানবকুল জানায় সালাম,
ব্যাথিত মানবতা খুজেঁ ফেরে হায়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

10 comments:

  1. অনেক ভাল লাগছে, হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে।

    ReplyDelete
  2. এটার মূল লেখকের নাম কি?

    ReplyDelete
    Replies
    1. কথা ও সুর আব্দুস সালাম

      Delete
  3. মাশাআল্লাহ

    ReplyDelete
  4. মাসাআল্লাহ।

    ReplyDelete
  5. আত্মতৃপ্ত হয়ে যায়

    ReplyDelete
  6. মাশাআল্লাহ

    ReplyDelete
  7. আলহামদুলিল্লাহ অনেক ভালো

    ReplyDelete
  8. মাশা-আল্লাহ

    ReplyDelete