ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

জিহাদের ডাক এসেছে চল, চলরে বীর

জিহাদের ডাক এসেছে চল, চলরে বীর,
জিহাদের ডাক এসেছে চল।
যেখানে শ্যামল ছায়ার নেই কোন আশ্রয়,
সেখানে ফিনকি দিয়ে রক্ত বেরোয় বেরুক,
তবু মোরা শমশের হাতে চলব ছুটে থাকব অটল।।

জীবনের কল্পনাতে মেখে নাও রক্তেরই রঙ,
আহত স্বপ্ন দেখাই আমাদের নয়ত জীবন।
প্রতিবাদ প্রতিরোধের দুর্গ গড় ক্ষিপ্ত শ্লোগানের উত্তাল (ঐ)

দামামা, শুনি দামামা, কেন আঁধার তিমির কাটেনা
চল কদমে কদমে এগিয়ে সামনে আবেগে হৃদয় ভরেনা।।

শপথের হাতটি তোল মমতার বাঁধন খুলে,
নয়নের জলে রাখো জিহাদের শিখা জেলে।
দুর্জয় দুর্গম পথ মাড়িয়ে চল জাগো হাজার বীর সেনা দল (ঐ)

কথা ও সুরঃ লিটন হাফিজ

No comments:

Post a Comment