ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
তোমার-ই কাছে মিনতি
আমার মহামহিম দয়াময় ।
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদ্বীন ফাসেকেরা করে হই চই,
আযাযীল এসে, গোমরাহী সুর যার-
করে তোলে মোহময় ।
আধারের দুর্গম আঁকাবাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত
কখনো হঠাৎ নফসের তাড়নায়-
লাগে সুন্দর মনোময় ।
প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক,
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা-
স্বপ্ন জাগাও মধুময় ।
গীতিকারঃ আবু তাহের বেলাল
দয়া করে গীতিকারের নাম উল্লেখ করুন!
ReplyDeleteআসসালামু আলাইকুম, গীতিকারের নাম- আবু তাহের বেলাল
Deleteসুন্দর
ReplyDeleteসুরকার আর গীতিকার উভয়কেই স্মরণ করা উচিত। আমরা শুধু শিল্পীকেই চিনতে পারি অথচ গানের যিনি স্রষ্ঠা তাকেই ভুলে যাই।
ReplyDeleteসহমত।
Deleteযে গানগুলো ঝংকার, ইসলামী সঙ্গীত থেকে টাইপ করে পোস্ট করা সেগুলোতে গীতিকারের নাম আছে।
কিছু কমন গান আছে যে গানের গীতিকার-সুরকারের নাম জানা নেই। আবার এমনও কিছু গান আছে যে একমাত্র শিল্পীর কন্ঠে শোনা, সেগুলোতে শিল্পীর নাম উল্লেখ করা আছে।
ধন্যবাদ।
one of my favourite islamic song it is.
Deleteধন্যবাদ
ReplyDeleteAmi to mone kortam eta o singer moshiur shaheb e likhesen....!!!
ReplyDeleteআমিন
ReplyDelete