ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

দেশে বিদ্যুৎ নাই, পানি নাই

দেশে বিদ্যুৎ নাই, পানি নাই,
মশার কামড়ে মরি হায় হায়;
তার উপরে ট্রানজিট, আগ্রাসী ইংগিত,
দেশ বিকানোর খেল শুরু হল ভাই।।
হায় হায় হায়, দ্যাখরে সবাই
বাংলার সীমানা মুছে দিতে চায়।।

আমার দেশের উৎপাদন নাই, আয় উন্নতি নাই,
একেক করে মিল-ফ্যাক্টরি বন্ধ হইয়া যায়।
বাজাজ-টাটার মোটর গাড়ি, ভারতীয় লুঙ্গি-শাড়ি,
স্বাধীনভাবে সারা দেশে হইয়াছে বোঝাই।।
হায় হায় হায়, দ্যাখরে সবাই
বাংলার সীমানা মুছে দিতে চায়।।


কয়লা ধুলেও যায়না ময়লা, জানেন তো সবাই
পিতল কি হয় খাঁটি সোনা, বলুন দেখি ভাই।
আবেদন নিবেদন করে, পার পেতে চায় ছ্যাঁচড়া চোরে
আরেকটি বার ক্ষমা চেয়ে বারোটা বাজায়।
হায় হায় হায়, দ্যাখরে সবাই
বাংলার সীমানা মুছে দিতে চায়।।

No comments:

Post a Comment