ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

এত শহীদ রক্ত ঢালে

এত শহীদ রক্ত ঢালে
তবু কেন তোমার বিবেক কথা বলে না?
এত চোখের অশ্রু ঝরে
তবু কেন তোমার পাষাণ হৃদয় গলে না?

এত জুলুম চতুর্দিকে
থাবা ফেলে প্রতিদিন
মজলুমানের লগ্ন ফুরায়
শোক বিহবল স্বপ্নহীন
এই আশায় কালবেলাতে
তবু কেন তোমার ঈমান
দ্বিগুন জ্বলে না?

কোন ভয়ানক ঘুমের ঘোরে
তোমার সময় কাটছে আজ
অথচ হায় হাজার দুশমন
আঙ্গিনাতে হাটছে আজ

শান্তিপ্রিয় মানুষ যখন
স্বস্তিহারা শংকাকুল
তখনো কি দৃষ্টি তোমার
অন্ধকারে বদ্ধমুল?
তখনো কি আলোর দিকে
দুঃসাহসে তোমার দীপ্ত
কদম চলে না?

No comments:

Post a Comment