আল্লাহর পথে যারা দিয়েছে জীবন
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা আছে চেতনায় আমাদের
ওরা আছে প্রেরনায় আমাদের
ওরা আছে সংগ্রামে সাধনায়...
দুর্বার দুর্গম অপরাজিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা আছে অলখে আমাদের
ওরা আছে পলকে আমাদের
ওরা আছে মিছিলে মিছিলে...
চিরদিন চিরচেনা পরিচিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
ওরা আছে সাহসে আমাদের
ওরা আছে সমুখে আমাদের
ওরা হল শহীদি জীবনের...
সংগ্রামী পতাকা উচ্চকিত।
তাঁদেরকে তোমরা মৃত বলো না,
বলো না মৃত।
No comments:
Post a Comment