রক্তে রঞ্জিত ক্ষত-বিক্ষত
প্রিয়জনের মুখ আজ যায় না চেনা
জীবন প্রদীপ ঐ নিভিয়ে দিল
গণ ধিকৃত বর্বর হায়না।
ওরা মানবতার চির দুশমন
মানুশরুপি যত পিশাচ খুনি
ওদের দিন যায় রাত যায় ধ্বংস নাশে
প্রলয় নিমজ্জতার প্রহর গুনি
ওরা শত্রু সবুজ এই পতাকার
এই রক্তের দাগ আর মোছা যাবে না।
আজ জসিম, শিপন, রুহুল আমিন
লকলকে তাজা খুন বীর মুজাহিদ
বৈঠা লগির আঘাতে আঘাতে
ছটফট করে ঐ হলো যে শহীদ
তাদের কফিন ছুয়ে করছি শপথ
খুনিরা কভু ক্ষমা পাবে না।
No comments:
Post a Comment