কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো,
চোখ রাঙ্গিয়ে যায় কি রোখা জোয়ার টলোমলো!
বৈশাখী ঝড় পাগল পারা বাধন হারা
ভ্রূক্ষেপহীন আগল ভাঙ্গা রুদ্র রাঙ্গা ।
চলার ধাঁধায় বাঁধায় বাঁধায়
তারপরে সে ঝঞ্ঝা হলো ।
মৃত্যুকে যে কঠিন হৃদয় করল বিজয়
অমর হবার হাতছানি পায়, হাতছানি দেয় !
তারে আবার ভয় দেখাবার
সুযোগ কোথায় তুমি বলো ।
No comments:
Post a Comment