ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 28 December 2013

কথায় কাজে মিল দাও আমার রাব্বুল আলামিন

কথায় কাজে মিল দাও আমার রাব্বুল আলামিন
আল জিহাদ ফি সাবিলিল্ললায়
রাখো বিরামহীন।।

মুনাফেকি যা আছে এই জীবন থেকে মোর
দূর করতে দাও দৃঢ় ঈমান তপ্ত আঁখি লোর
চরিত্র দাও বলিষ্ঠতার আমলে ছালেহীন।।

আমার জীবন আমার মরন আমার সুকৃতি
আমার নামাজ এবং আমার সকল প্রস্তুতি
কবুল করে নাও হে প্রভু
গাফুরুর রাহিম।।

পথ পাবার পর আবার যারা ভ্রান্ত হলো হায়
তাদের মত হে দয়াময় করোনা আমায়
চাইনা জীবন বিড়ম্বিত
সান্ত্বনা বিহীন।।

আল জিহাদ ফি সাবিলিল্ললায়
রাখো বিরামহীন।।

কবিঃ মতিউর রহমান মল্লিক

No comments:

Post a Comment