শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে নিয়ে লেখা
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
আজীবন সাধনা শহীদি মরণ
শহীদি মরণ মূমিনের
সেই সে মরণ পেয়ে ধন্য হয়েছো তুমি
প্রিয় ওগো/ভাই মোল্লা কাদের ।।
ফাঁসির রশিকে তুমি করনি তো ভয়
আমরন সংগ্রামে ছিলে দুর্জয়
উন্নত শীর কভু করনি নত
ভয়ে ভীত হয়ে জালিমের ।।
সাইয়েদ কুতুব আর হাসানুল বান্না
শহীদ মালেকেরা এ পথের প্রেরণা
মহান প্রভুর সেই অমিয় বানী
শহীদেরা কোনদিন মরেনা
হাসি মাখা ঐ মুখে ফেরদৌসি আভা
জান্নাতি ফুল হয়ে ছড়ালে শোভা।
শাহাদাত বাসনায় ছিলো তোমারই
চোখে ছিলো নুর ঈমানের ।।
No comments:
Post a Comment