ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 26 February 2011

জীবন ভরা পরের হিসাব মিলাইলাম

জীবন ভরা পরের হিসাব মিলাইলাম;
নিজের হিসাব খতিয়ে দেখার
সময় নাহি পাইলাম।।

দিনে দিনে বাড়লো দেনা
ফুরাইলো সব বেচা-কেনা
শেষে পাওনাদারদের তাড়নাতে
বাড়ী ছাইড়া পালাইলাম।।

পথে পথে ঘুইরআ বেড়াই
হইয়া দেশান্তর;
সেইখানে ভাই রাইত হইলো
যেথায় বাঘের ডর।।

খাইলো আমায় খাইলো বাঘে
আইলো না কেউ আমার ডাকে
আমি, থাকতে সময় কেন আগে
এমনি ভুল করিলাম।।

-সিরাজুল ইসলাম-

No comments:

Post a Comment