ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

কবদরের প্রান্তরে ভাই প্রান্তরে

বদরের প্রান্তরে ভাই প্রান্তরে
আমরা করেছি সংগ্রাম
অহুদের প্রান্তরে ভাই প্রান্তরে
আমরা করেছি সংগ্রাম।।

তাগুতের ময়দানে
বাতিল আর সত্যের সংঘাতে ভাই আমরা
চিরদিন করেছি সংগ্রাম।
মুমীনের জীবন খোদারই তরে
কুফুরির প্রতাপে নাহি সে ডরে
তাই জীবনের লগ্ন থেকে যুগে যুগে আমরা
চিরদিন করেছি সংগ্রাম।

খোদাকে ভয় করি
খোদাকেই ভালবাসি
খোদারই তরে তাই
জীবন বিলাই হাসি।।

শুধু যে আমরা খোদারই বান্দা
খোদারই বিধান ছাড়া আর কিছু মানিনা
তাই এ বিধান করতে কায়েম
যুগে যুগে আমরা
চিরদিন করেছি সংগ্রাম।।

-খন্দকার রাশিদুল হাসান-

No comments:

Post a Comment