ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 27 February 2011

তোর আশার প্রদীপ নিভবে যখন

তোর আশার প্রদীপ নিরাশ হয়ে
নিভবে রে যখন
তোর মনের দুয়ার অমনি খুলে
যাবেরে তখন।।

তোর বিপদের দুঃখের নিশায়
পড়বে যখন ঘোর অমানিশায়
আল্লা অকুল সেই দরিয়ায়
আসবে হয়ে আপন।।

যার কাছে তুই পাতবিরে হাত
অনেক আশা করে,
তুই যারে খুব ভাব্বি আপন
সে জন যাবে সরে।

তোর- ব্যথার ব্যথী কেউ হবেনা
তর- দুঃখের সাথী কেউ রবেনা
আল্লা তখন আপন হয়ে
মুছাবে তর নয়ন।।

- আজীজুর রহমান-

No comments:

Post a Comment