ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

রক্তে রাঙ্গানো সংগঠন

রক্তে রাংগানো সংগঠন
শত শত শহীদের সংগঠন
বাধার পাহাড় গুলো দলে দলে
চল্বেই চলবে আন্দলন।।

খোদামুখী হৃদয়ের নাই ভয় নাই
মৃত্যুর মুখোমুখি গান গেয়ে যাই
এই শপথ এই পণ
করছি অনুক্ষন
দ্বীনের পথে বিলিয়ে জীবন
আনবোই আনবো জাগরন।।

বঞ্চিত জনতার এই কাফেলা
চির হেফাযতে রেখ আল্লাহতালা
এই মোনাজাত আজ
দরবারে তোমার
অপবাদের ঝড় পাড়ি দিয়ে
মঞ্জিলে যেতে হবে বন্ধুগন।।
-তোফাজ্জল হোসেইন খান-
১১৫) বাংলার ঘরে ঘরে
বাংলার ঘরে ঘরে
নগরে বন্দ্রে
সীমাহীন সীমানায়
দুখির কুঁড়ে ঘরে
জনতার অন্তরে
আমাদের ঠিকানা।।

আমরা মুছে যাবো- না, না
আমাদের ড়খা যাবে- না, না,
জুলুম্বাজী চলবে- না, না, না,
সত্য ঢাকা যাবে না, না, না, না।।

আমরা সিংহ- শাবক অগ্নিধারা
জেহাদের নেশায় জীবন পাগল্পারা
শাহাদাত মনে প্রানে চাই যে মোরা
সংগ্রাম বারণ শোনে না- না, না, না।।

হাজার প্রানে ভরা এই কাফেলা
নইগো বন্ধু মোরা নই একেলা
নেভাতে চাইলে আগুন জ্বলবে দ্বিগুন
সংগ্রাম বারন শোনে না, না, না, না।।

-তোফাজ্জল হোসেইন খান-

No comments:

Post a Comment