ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 27 February 2011

আল্লাহ তোমার রহমতের

আল্লাহ তোমার রহমতের
নাই সীমা নাই পার
জীবন মরণ সৃজন পালন
সব কিছু তোমার।

যখন বিপদ দুঃখে পড়ি
তখন তোমার স্মরণ করি
তোমার দয়ায় কূল খুঁজে পাই
অকুল দরিয়ায়।

মালিক তুমি, মাবুদ তোমায়
হয়তো ভুলে থাকি,-
সব গোনাহ যায় মাফ হয়ে মোর
যদি বারেক ডাকি।

তোমার দয়ার নাই সীমা নাই-
তোমার প্রেমের পথ না হারাই,
সহজ সরল পন্থা দেখাও
পরওয়ারদীগার।

-দেওয়ান আব্দুল হামিদ-

No comments:

Post a Comment