ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 27 February 2011

তুমি আমার শেষ ভরসা

তুমি আমার শেষ ভরসা,
তোমার চাওয়ায় মনের হাওয়ায়
নামে অঝোর ধার বরষা্‌।।

রঙ্গিন প্রাতে তোমার সাথে হয়না কথা,
দুঃখ রাতে ফোটে তোমার বিহবলতা;
নিবিড় ছোঁওয়ায় শুষ্ক হৃদয়
করো আমার মন -সরসা।।

তোমার কথা কেউ মানে আর কেউ মানেনা,
কেমন করে জানাও অভয় কেউ জানেনা।

প্রভু আমার প্রিয় আমায়
প্রীতির মত নিয়ো আমার
রক্ত- ক্ষরা অশ্রু ঝরা
ব্যথার কথা ম্লান- পরশা।।

No comments:

Post a Comment