ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

সৃষ্টির হক

তোমার বিপুল বিশ্বে প্রভু!-হে বিশ্ব পালক।
তুমি- সবার তরে দাও অধিকার, দাও সবারে হক।।

স্রষ্টা তোমার সৃষ্টিতে এই
অশেষ দয়ার অন্ত যে নেই,
প্রবঞ্ছনা করে শুধু
জালিম প্রতারক।।

খালেক তুমি দিয়েছ হক কুল মখলুকের,
দিয়েছ হক তুমি সকল পানীর ও প্রানের।।

তোমার বিপুল জগৎ সভায়
নামুক মুমিন তার ভূমিকায়,
যেন- ইনসাফ হক করতে কায়েম
না রয় পলাতক।।

-ফররুখ আহমেদ-

No comments:

Post a Comment