ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

আগামী দিনের নতুন সূর্য

আগামী দিনের নতুন সূর্য
আমরা উঠাবো ভাই
আমরা উড়াবো দ্বিনের পতাকা
শংকা মানিনা তাই।।

রক্ত যেখানে নিথর হয়েছে
আঁধার গেরেছে ভীত
আমরা সেখানে জ্বালাবো মশাল
আমরা ভাঙ্গাবো নঁঈদ।।

মানুষ যেখানে লাঞ্ছিত হয়
মানবতার অপমান
কোরানের ধারায় আমরা সেখানে
শান্তি ছড়াবো হেরার।।

-রফিকুল ইসলাম-

No comments:

Post a Comment