ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

রমজানের এই রোজা পালন

রমজানের এই রোজা পালন
আল্লাহ তায়ালার হুকুম পালন।

দেখতে হবে কে যে মোমীন
দেখতে হবে কে সে কমিন
তাইতো সবার খানা বারণ
তাইতো সবার পিনা বারণ।

ব্যস্ত মশগুল ফেরেশতাগন
খুলে দিয়ে জান্নাত তোরণ
দাঁড়িয়ে আছে যে সর্বক্ষন
বলছে শোন আহলান সাহলান।।
-এ কে এম নাজির আহ্মেদ
৯৬)লাঞ্ছিত মানবতা শঙ্কিত পৃথি আজ
লাঞ্ছিত মানবতা শঙ্কিত পৃথি আজ
দিকে দিকে দাবানল জ্বলছে
এ আকাশ এ বাতাস সত্যের মশালের
বাহকের সন্ধান করছে।।

মুছে তাই আরামের জড়তা
আনো আনো কোরানের বারতা
তৃষিত এ ধরা আজ করানের শিতলতা
নাহি পেয়ে ধুকে ধুকে মরছে।।

ওরে ও নিশানের বরদার
আজি এ রাত্রি ঝনঝার
তোমাদের আগমনে উজ্জ্বল প্রভাতের
সূর্য্য আলোক আশা করছে।।

-মাসুদ আলী-

No comments:

Post a Comment