ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 26 February 2011

প্রতিবেশী ও এতিম মিস্কিনের হক

প্রতিবেশী ও এতিম মিস্কিনের হক
(সুরা মাউনের ভাবানুসরনে)

ঐ ধর্মকে সে মিথ্যা বলে,
মিথ্যা জানে দ্বীন,
দ্বার থেকে যার বিতাড়িত
এতিম – পিতৃহীন।

দেয়না সে জন, চায়না কভু
দ্বারে যদি আসে তবু
পায় না ক্ষুধার আহার মুখে
দুঃখী ও মিসকিন।

দিতে “মাউন” মুক্ত মনে
প্রতিবেশী পরিজনে
নিষেধ জানায় সে মন্দ জন
চির ভাগ্যহীন।।

-ফররুখ আহমেদ-

No comments:

Post a Comment