ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 26 February 2011

এইতো সে দেশ সাঁঝের বেলায় যেথা

এইতো সে দেশ সাঁঝের বেলায় যেথা
ভেসে আসে দূর হতে ভাটিয়ালী সুর
পাখিরা যায় ফিরে
ডানা মেলে নীড়ে
আজান আসে ধীরে আহা মধুর।

এখানে পাখীগুলো যায় বয়ে যায়
নিঝুম চরাচরে
সাগর তীরে তীরে
হৃদয় যায় উড়ে- দূর বহুদুর।।

সবুজ সমারোহে যায় ভরে প্রান
হৃদয় জুড়ে ওঠে আমার প্রভূর গান
প্রভুর সৃষ্টিতে
রহম বৃষ্টিতে
ধরণী নিয়ামতে হলো ভরপুর।।

-আব্দুল হালিম চৌধুরী-

No comments:

Post a Comment