ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

লড়ে যা জীবন দিয়ে

লড়ে যা জীবন দিয়ে খোদার রাহে
করতে খোদার বিধান জারি
চালু কর ফের দুনিয়ায় খোদার শাসন,
কররে খোদার তাবেদারী।

সেখানে নেইক জুলুম নেইক শোষণ
দেখবি শুধু সিগবাতুল্লাহ,
সেখানে মখলুকাতের কন্ঠ হতে
উঠবে ধ্বনি আল্লাহ আল্লাহ।
সেখানে থাকবে নাক নির্যাতিত
দুঃখী জনে আহাজারি।।


ভর দুনিয়ায় কাঁদছেরে দেখ
লক্ষ লক্ষ মুজতাদাফিন
অশ্রু নীরে বুক ভাসায়ে
সর্বহারার কাটছে যে দিন।


তোর আয় এক জামাতে শামিল হয়ে
খুন ঢেলে আজ কররে জেহাদ,
ভেঙ্গে দে লাথি মেরে বাতিল শক্তি
দুরাচারীর শয়তানী হাত।
তোদের আজ করতে হবে এই দুনিয়ায়
মজলুমানের খবরদারী।।

-জামেদ আলী-

No comments:

Post a Comment