ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

দুঃখে পড়ে না ভেঙ্গে যে বীর পুরুষ

দুঃখে পড়ে না ভেঙ্গে যে বীর পুরুষ
বাধার প্রাচির দেখে হয়না বেহুঁশ
তেমন মানুষ কই, বীর মুজাহিদ
দুর্জয় দুখে শোকে তাকে খুঁজি আজ।।

খোদার জমিনে তার আজ প্রয়োজন
সুখকে হারাম করে, করবে যে পণ
লড়তে হেরার পথে তুলবে আওয়াজ
তাকে খুঁজি আজ।।

নবীর দেখানো পথে কদম কদম
চলতে জীবন দিয়ে চায় হরদম
কোথায় সে মুমীন- বীর- ইগল- শাহবাজ
তাকে খুঁজি আজ।।

কোন ক্ষতি লোভ ভয় পারে না যারে
জিহাদের পথ হতে রুখতে তারে
সে বির রাহী কই, কোথা বেনেয়াজ
তাকে খুঁজি আজ।।

-আহমদ নাসির উদ্দিন-

2 comments:

  1. Replies
    1. আসলেই অনেক সুন্দর। এরকম গান এখন তেমন একটা বের হয়না।

      ইউটিউবে গানটার ভিডিও আছে, লিরিক্স সহ।

      Delete