ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 27 February 2011

কুল মখলুকাতের মালিক

মখলুকাতের মালিক আল্লা
আলেমুল গায়েব,
স্রষ্টা মহান, খালিক আল্লা
আলেমুল গায়েব।।

দুঃখ সুখের আলো ছায়ায়
মানুষ গড়ি ধূলির ধরায়
নিজে হলেন আশি, আল্লা
আলেমুল গায়েব।।

মাটির মানুশ হ'ল যে তাঁর
খলিফা মহান,
ফেরেস্তাদের উর্ধে আসন
পেল যে ইনসান।।

পূর্ণ জ্ঞানের পশরা দিয়ে
নিজের রঙ্গে দেন রাঙ্গিয়ে
রাব্বানা লা শরীক আল্লা
আলেমুল গায়েব।।

-আজীজুর রহমান-

No comments:

Post a Comment