ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

নাম তোমার আব্দুর রহমান

নাম তোমার আব্দুর রহমান
কাজে কর্মে রবার্টসন 
নামাজ রোজার ধার ধারেনা 
ঈসলামী জীবন মানেনা 
মানেনা হাদীস কোরান 
হায়রে আব্দুর রহমান 
নাম দিয়ে কি হয়রে কাম।। 

কোন বৈজ্ঞানিকের নাম রাখিলেই 
যায়না হওয়া বৈজ্ঞানিক 
ইবনে সিনা নাম হইলেই 
হয়না তো চিকিৎসাবিদ 
উকিল মোক্তার জজ ব্যারিষ্টার 
ডাক্তার এবং ইঞ্জিনিয়ার 
পাশ করেই হয় সফলকাম 
শোনরে আব্দুর রহমান।। 

মুসলমান তো বর্ণ গোত্র বংশেরই নাম নয় 
ইসলাম জেনে মনে প্রানে গ্রহন করেই হয় 
ইন্দ্রমোহন শ্রী নারায়ন 
সেও হয় ভাই মুসলমান 
জেনে বুঝে ঈমান এজে 
গ্রহন কুরলে আল ইসলাম (আবার) 
পীর মাওলানার সুযোগ্য সন্তান 
সেও হয় ভাই কাফের বেঈমান- 
না মানলে খোদার বিধান।। 

 -আবুল কাশেম-

4 comments:

  1. Replies
    1. আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

      Delete
  2. আল্লাহ তায়ালা আবুল কাশেম ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন

    ReplyDelete
  3. মাশাল্লাহ্, আমার প্রিয় গান গুলোর মধ‍্যে একটি।

    ReplyDelete