ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 27 February 2011

আল্লাহ আমার গুনের আঁধার

আল্লাহ আমার গুনের আধার
সুন্দর দয়াময়
তাঁহার নামে দূর হয়ে যায়
শংকা সংশয়।

আল্লাহ বলে পথ চলি তাই
দূরের ডাকে হারিয়ে যাই
বিপদ বাধায় মানিনা বারণ
তুচ্ছ করি ভয়।।

আল্লাহ আমার সহায় যাহার
সে মৃত্যু দলে যায়;
চির গহন আধাঁর রাতে
সে পথের দিশা পায়।

আল্লাহ নামে সকল দিশা
ঘুচায় মনের আধাঁর নিশা
জীবন আমার সকল কাজে
হবে মধুময়।

-ফজলে এ খোদা-

No comments:

Post a Comment