ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

এই জাগরণ

এই জাগরণ ইসলামী জাগরণ
মানবেনা শুনবেনা কোন যে বারণ, জুলুম নিপীড়ণ
দুর্বার এই আন্দোলন তৌহিদী জাগরণ
মানবতার শত্রু যত করবে সব দমন।।

আন্দোলন কখনো থেমে যাবেনা
উত্তাল তরঙ্গ বাধা মানেনা
শহীদের রক্ত বৃথা যাবেনা।।

তাইতো খোদার পথে
এগিয়ে যাব এক সাথে
করবো কায়েম খোদার বিধান
যায় যাক জীবন।।

গায়রুল্লার উচ্ছেদে হিজবুল্লার আগমন
বাতিলের উৎখাতে প্রচন্ড আক্রমন
হুঁশিয়ার সাবধান
খোদাদ্রোহীর বেঈমান
হুঁশিয়ার
সত্যের দুশমন।।

-আবুল কাশেম-

No comments:

Post a Comment