ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

রক্ত সেচে লাগিয়ে ছিলাম

রক্ত সেচে লাগিয়ে দিলাম
একটি গোলাপ ঝাড়
সে ঝাড় হতে অনেক গোলাপ
দিলাম উপহার।।

ওদের ত্যাগের সুরভিতে
শান্তি দিও ধরনীতে
তবু ধুকে ধুকে বনি আদম
না মরে গো আর।।

আল্লাহ তুমি নিতে পারো
গোলাপ মোদের আছে আরো
তবু ঝান্ডা উড়ুক এই মাটিতে-
তোমার কালেমার।।

শাব্বির হামিদ আইউব জব্বার ভায়ের
রক্ত সুনীল সাহস প্রানের
জানি যুগে যুগে বলবে কথা
সিক্ত মতিহার।।

-ডাঃ মোর্শেদ আলী-

No comments:

Post a Comment