ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 27 February 2011

নামলো খোদার

নামলো খোদার রহমত-ই-গাস ধূলির ধরার কলে,
নতুন ঊষায়, ভোরের হাওয়ায় ইনসানিয়াৎ দোলে।।

নামলো খোদার পূন্য বিধান,
জাগলো অযুত লুন্ঠিত প্রান,
উঠলো জেগে নতুন আশা
প্রভাতী কল্লোলে।।

তৌহিদী সুর জ্বালিয়ে দিল মিথ্যা কলুষ যত,
সত্য- ন্যায়ের আশীষ ধরায় ঝরে অবিরত।।

মজলুমানের চোখে আবার
জাগলো আলো মুক্ত ঊষার,
জাগলো মিছিল মানবতার
মুক্তি কলরোলে।।

-ফররুখ আহমেদ-

No comments:

Post a Comment