ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday 27 February 2011

তুমি হে ইসলাম রবি

তুমি হে ইসলাম রবি,
হাবিবুল্লাহ শেষ নবী,
নত শিরে তোমায় সেবি;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

তুমি সত্য উদ্ধারিলে,
মহা তত্ত্ব প্রকাশিলে,
প্রভু বাণী শুনাইলে;
মোহাম্মহ ইয়া রাসুলুল্লাহ।

চন্দ্র সুর্য তারাগণ
ভবে রবে যতক্ষণ
হইবে না বিস্মরণ
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

নাহি কোন কালাকাল,
ইহকাল পরকাল
সর্বশ্রেষ্ঠ চিরকাল
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

তুমি আদি নূর অংশ,
উজ্জলি কোরেশ বংশ,
করিলে পুত্তলি ধ্বংস,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

প্রান- মায়া বিসর্জিলে,
সত্য তত্ত্ব প্রচারিলে,
কত দুঃখ যে সহিলে;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

ধর্মরক্ষা সত্য রক্ষা,
করিতে উম্মতে রক্ষা,
পাশরিলে আত্নরক্ষা;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

সেই এক একেশ্বর,
নাহি কেহ তদুপর,
শুনাইলে এ খবর,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

বিধর্মী কাফের গণ,
শুনে তারা এ বচন,
করে কত জ্বালাতন;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

এলাহি বিপক্ষে যারা
খড়গ হ'ল খাড়া
মানিল না তোমা তারা;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

কথায় কথায় বাদ
প্রতি বাক্যে প্রতিবাদ,
করে কত অপবাদ;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

কেহ ঢিল মারে গায়,
কেহ বা পাগল কয়,
সকলি সহিলে হায়;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

একাত্ন এক দেহ প্রান;
রক্তে রক্তে যোগ টান,
তারাই করে অপমান,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

'কবার বধিতে এল,
একবারো না পারিল,
হাতের অস্ত্র হাতে রল,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

যদিরে থাকিতে ভবে,
দেখিত রে তারা এবে,
লুটাইত পদে সবে,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

সশরীরে সবাহনে,
বারি তালা সন্নিধানে;
গিয়াছিলে সসন্মানে;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

অঙ্গুলীর এশারায়
চাঁদ দ্বিখন্ডিত হয়,
পাখীরা সুস্বরে গায়
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

পাপিগনে তরাইতে,
ভ্রমাঁধার ঘুচাইতে,
তোমা ছাড়া নাই জগতে
মোহাম্মদ রাসুলুল্লাহ।

সবাই আপন দোষে,
কাঁদিবেন হা হুতাশে;
কাঁদিবেন মহা ত্রাসে,
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

মুখেতে 'ইয়া নাফসি' বোল,
হায় হায় কি হইল,
তব মুখে শিষ্য দল;
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

জয় ডঙ্কা বাজাইলে
জয় ধ্বজা উড়াইলে
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।


আরবে বাজিছে ভেরী
হিন্দুস্থানে বাজে তুরী
রুমে শামে সুবাঁশরী
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

ইসাই প্রধান স্থানে
বাজে শিঙ্গা অবিরামে
মত্ত তব গুণ গানে
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

সমগ্র জগত মাঝে
তব ডংকা জোরে বাজে
বিধর্মীরা মরে লাজে
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

গাইব তোমার গান
হৃদে বল কর দান
দাও পদে বিন্দু স্থান
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ।

দিও অন্তে প্রদাশ্রয়
ওহে নবী দয়াময়
কর জোড়ে কবি কয়
মোহাম্মদ ইয়া রাসুলুল্লাহ

-মীর মোশাররফ হোসেন-

2 comments:

  1. আসসালামু আলাইকুম,জনাব এই গজলটি কি আপনি নিজে লিখেছেন এবং তারিখ কবে

    ReplyDelete
    Replies
    1. Walaikum Assalam,

      Gojolti Shilpi 'Mir Mosharraf Hussain likhechen'.
      Blog er shob gaan bibhinno shilpider lekha. Ami shudhu shob collect korechi ebong type kore upload korechi.

      Jazakumullahe Khairan.

      Delete