ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

এখনো তুই কেনরে মিছে

এখনো তুই কেনরে মিছে বইসা রইলি
রাসুল প্রেমের তরী লইয়া সমুদ্রে ধর পাড়ি।।

তোরই ঘরের কেঁচোর ফুটোয়
সাপ যে বাসা বাঁধে
জনম ভইরা সে সাপ গেলো তোরেই ছোবল মারি।।

সময় যে তোর যায় ফুরায়ে
মূর্খ রয়ে গেলি
ইসলাম থেকে মুখ ফিরায়ে
লাঞ্ছনাতো পেলি

প্রেমের নবীর আহবানে ওঠরে এবার জেগে
দ্বঈনের লাগি ওরে মুমিন যাই চলো জেহাদে
ধন্য জীবন পাবো যদি
শহীদ হতে পারি।।

-চৌধুরী গোলাম মাওলা-

No comments:

Post a Comment