ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday 27 February 2011

শোনো শোনো ইয়া এলাহী

শোনো শোনো ইয়া এলাহী
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস- রাত।।

যেন শুনি কানে সদা
তোমারি কালাম, হে খোদা,
চোখে শুধু দেখি যেন
কোরানের আয়াত।।

মুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস- যামী,
(তোমার) মসজিদেরই ঝাড়ু- বর্দার
হোক আমার এ হাত।।

সুখে তুমি, দুখে তুমি,
চোখে তুমি, বুকে তুমি,
এই পিয়াসী প্রানের খোদা
তুমিই আবে- হায়াত।।

- কাজী নজরুল ইসলাম-

9 comments:

  1. ধন্যবাদ আপনাকে

    ReplyDelete
  2. ইনার গজলে প্রচুর বেদাতি কথা লুকিয়ে থাকে, তাই সাবধানতা বজাই রেখে সেয়ার করবেন।

    ReplyDelete
    Replies
    1. একটা বেদায়াতি কথা দেখান তো।

      Delete
    2. গান এবং কবিতা গদ্য কিংবা গল্পের মত বুঝতে যাওয়া বোকামী। এখানে একই শব্দ অনেক অর্থ বহন করে।

      Delete
    3. কাজী নজরুলের চেয়ে তুমি কি বেশি পন্ডিত?বিদআতের সঠিক পরিচয় জানা আছে তোমার?নজরুলের কবিতা ও ইসলামী গান নিয়ে যত গবেষণা হয়েছে বা হচ্ছে, আর কোন কবির এত কিছু নিয়ে কখনো গবেষণা হয় নি আর হবে ও না।

      Delete
  3. মাশাল্লাহ।আমার মতে, তিনি এই সঙ্গীতে খোদা ভক্তের পরিচয় দিয়েছেন। আর তার এই সঙ্গীতে তিনি খোদার প্রতি দৃঢ়বিশ্বাস রাখে এবং কোরআনের কথা ভালোবাসেন।

    ReplyDelete
  4. কিছু বলার ভাষা নেই ❤️❤️❤️

    ReplyDelete
  5. খোদা কথা টা বাদ দিয়ে আল্লাহ কথা টা লাগিয়ে গাইতে হয়।

    ReplyDelete
    Replies
    1. খোদা কোন ভাষা থেকে এসেছে?

      Delete