ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

মুমীন মুমীন চল না এক সাথে

মুমীন মুমীন চল না এক সাথে
খোদার বিধান কায়েম করতে
হোকনা মরণ তবু ভয় কি তাতে
জান্নাত ঠিকানা জেনো মোদের এ পথে।।

হোকনা এ পথ তবু রক্তে রাঙ্গানো
হকনা এ পথ তবু দুখে ভরানো
আহা হা হা
আশার আলো যে জ্বেলে রেখেছি
জান্নাত পাবো বলে এ পথে নেমেছি।।

আসছে সুখের দিন আসছে আবার
দুখের অমানিশা যে কাটবে এবার
সূর্য্য সোনালী দিন আসছে আবার
কালেমার ঝান্দা ফের উড়াবার।।

মুক্তির পথে তাই হও আগোয়ান
বজ্রের মত হও আরো বেগবান
বিজয় এলো দিন নেই তো বাকী
আল্লহর রহমত চিরসংগী।।

-খন্দকার রাশিদুল হাসান-

No comments:

Post a Comment