ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 26 February 2011

রাত্রি আঁধার একটি তারার গানে

রাত্রি আঁধার একটি তারার গানে
জাগে উম্মিদ মেঘ ঘেরা আসমানে।।

হে দিশারী কবি, তুমি সে রাতের তারা-
জাগিয়া একাকী জাগালে আলোর সাড়া;
পথের নিশানা খুঁজে পেল পথহারা,
ফিরে এলো আবে-হায়াতের সন্ধানে!!

যেখানে জালিম রচিয়াছে জিন্দান,
যেখানে নাজাত চেয়ে কাঁদে ইনসান-
সেই সে বেতাব বেখুদী অতল তলে
ধ্বনিল তোমার খুদীর অগ্নি-গান!!

মুমিনের দিল সেই আগুনের শিখা,
পেশানিতে তার জ্বলে চির- জয়টিকা;
দ’লে যায় পথে যত দুর্যোগ- লিখা
শাহীন- পাখায় সুদূরের অভিযানে!!

-তালিম হোসেন-

No comments:

Post a Comment