ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

ইয়া আল্লাহু আকবর

ইয়া আল্লাহু আকবর
মুজাহিদ তুই হ’ আগোয়ান
সৈনিক তুই হ’ আগোয়ান
ওরে আল্লাহর দল জোরে ধ্বনি তুলে বল
ইয়া আল্লাহু আকবর।।

তাগুতের ও প্রাসাদ ভেঙ্গে চুরে ফেল
জিহাদের দৃঢ় আঘাতে
সব বাধা পায়ে দলে চল এগিয়ে
ঈমানের দৃঢ় শপথে
ওরে রাসুলের দল জোরে ধ্বনি তুলে বল
ইয়া আল্লাহু আকবর।।

আল্লাহর ভয়ে তোরা ভীত নত প্রান
ইবাদতে মশগুল প্রান
হাতে তর ধরা আছে ঈমানি নিশান
মুখে তর জিহাদের গান
বাতিলের এ আঁধার ছিন্ন করে
কোরানের আলো কর দান
বারুদের মত জ্বল বিপ্লবী সুরে বল
ইয়া আল্লাহু আকবর।।

-খন্দকার রাশিদুল হাসান-

No comments:

Post a Comment