ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

সিদ্দিকে আকবর ইবনে কোহফা

সিদ্দিকে আকবন ইবনে কোহাফা
রাসুলের অবিকল ছায়াছবি
দ্বীনের তরে কে আর এমন
উজাড় করে দিল যা কিছু সবই।।

রাসুলের অনুগত কে আর এমন
রাসুলের প্রিয়তম কে আর এমন
রাসুলের নীতিমালা অটুট রাখে
হিজরতে দ্বিধাহীন দীপ্ত সাহসী
আমাদের চির চেনা কোন সাহাবী।।

রাসুলের জীবনের ব্যাখ্যা তিনি
আমরণ সংগ্রামে সঙ্গী তিনি
রাসুলের রাষ্ট্রের স্থপতি
সন্ধ্যা তারার মত ধ্রুব জ্যোতি
তাঁ হাতে হলো শেষ মিথ্যা বাতেলী
ধোকাবাজ যত সব ভন্ড নবী।।

-মতিউর রহমান মল্লিক-

1 comment:

  1. পুরো গজল কোথায় পাব?

    ReplyDelete