ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 26 February 2011

রক্ত দিয়ে লিখেছি এবার

রক্ত দিয়ে লিখেছি এবার
রক্তে রাঙ্গা নাম
প্রতিবাদ নয়, সামনে শুধু
প্রতিরোধ সংগ্রাম।।

আমারে মায়ের বুক ভাংলো যারা
আমার ভায়ের খুন কাড়লো যারা
সময় হয়েছে তার বুঝে নিতে
প্রতিশোঢ- প্রতিদান।।

রক্তের দামে চাই ফুলেল জীবন
রক্তের দামে চাই খোদায়ী শাসন
মানুষের অধিকার এনে দেবে
আমাদের রক্ত ও ঘাম।।

খুনের দরিয়া যত বাড়ছে বাড়ুক
বাধার পাহাড় যত আসছে আসুক
এ দুনিয়া জাহান।।

খুনের দরিয়া দেখে নাই কোন ভয়
সংগ্রাম এনে দেবে আমাদের জয়
মুক্তির পথে তাই সুঃসাহস
দৃপ্ত এ পা বাড়ালাম।।

-আসাদ বিন হাফিজ-

No comments:

Post a Comment