ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 27 February 2011

অনন্ত অসীম প্রেমময় তুমি

অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুনগান হে চির মহান,
তোমারি অন্তর্যামী।।

দ্যুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া
তোমারি কাছে পড়ি লুটাইয়া
তমারি কাছে যাচি হে শকতি,
তোমারি করুনা কামি।।

সরল সঠিক পুন্য পন্থা
মোদেরে দাওগো বলি'
চালাও সে পথে
যে পথে তোমার
প্রিয়জন গেছে চলি।

যে পথে তোমার চির অভিশাপ
যে পথে ভ্রান্তি চির পরিতাপ
গে মহাচালক, মোদেরে কখনো
করো না সে পথগামী।।

-গোলাম মোস্তফা-

No comments:

Post a Comment