ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 26 February 2011

কেয়ামতের কথা ভেবে

কেয়ামতের কথা ভেবে ভয়ে কাঁপে প্রান
সেই হিসাবের কঠিন দিনে দিও প্রভু ত্রান।

ভুলে মোহের দুনিয়াতে
পাপ করেছি দিনে রাতে
লাভের কড়ি নেই কো হাতে
সব দিকেই লোকসান।।

শেষ বিচারের বিশাল মাঠে
তোমার আদালতে
বসবে তুমি কাহহার হয়ে
ন্যায়ের মীযান হাতে।

সেই বিচারের কাঠ গড়াতে
সাহস আমার নাই দাঁড়াতে,
তার ভয়ে আজ নয়ন পাতে
ডাকছে আঁশুর বান।।

-জামেদ আলী-

No comments:

Post a Comment