ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

আজকে ওমর পন্থী পথির

আজকে ওমর পন্থী পথির
দিকে দিকে প্রয়োজন
পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা
প্রান্তর প্রানপন।

উষর রাতের অনাবাদী মাঠে
ফলাবে ফসল যারা
দিগ দিগন্তে তাদেরে খুঁজিয়া
ফিরিছে সর্বহারা।।

যাদের হাতের দোররা অশনি
পড়ে জালিমের ঘাড়ে
যাদের লাথির ধমক পৌঁছে
অত্যাচারির হাড়ে
আগুনের চেয়ে নিষ্কলংক
উদ্ধত লেলিহান
যাদের বুকের পাঁজরে পাঁজরে
বহে দরদের বান।।

-ফররুখ আহমেদ

3 comments:

  1. পথির মানে কি?

    ReplyDelete
    Replies
    1. স্পেলিং মিস্টেক হতে পারে। সম্ভবত 'পথিক' হবে। চেক করে ঠিক করে নিবো।
      ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

      Delete
  2. আমি বই থেকেও পড়েছি, ঠিকই আছে ভাই, পথীর হবে

    ReplyDelete