ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 26 February 2011

স্বার্থচিন্তা মন্দ ভাবনা

স্বার্থচিন্তা মন্দ ভাবনা
আজ কোরবানী দে কোরবানী
দে কোরবানী অন্ধ বিশ্বাস
লোভ লালসা নাফরমানী।।

পরনিন্দা পরচর্চা
বাজে কর্ম বাজে খরচা
দে কোরবানী মন্দ ইচ্ছা
ভোগ বিলাসী জিন্দোগানী।।

খল শঠতা প্রবঞ্চনা
মিথ্যে ফাঁকি প্রতারনা
দে কোরবানী দুষ্ট বুদ্ধি
ছল চাতুরী রাহাজানি।।

-ফজলে এ খোদা-

No comments:

Post a Comment