ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 27 February 2011

যখন আমায় ডাকবেনা কেউ

যখন আমায় ডাকবেনা কেউ, ডাকবে তুমি।
যখন কাছে থাকবেনা কেউ, থাকবে তুমি।।

মালিক তুমি দ্বীন দুনিয়ার
লক্ষ্য ত্রুটি দেখো আমার,
যখন ত্রুটি ঢাকবে না কেউ, ঢাকবে তুমি।।

যখন আমার দিন ফুরাবে,
আঁধার রাতে রোশনী যাবে,
যখন কথা রাখবে না কেউ, রাখবে তুমি।।

মরণ ঘুমে ক্লান্ত পথিক,
পড়ব ঢুলে শ্রান্ত পথিক,
যখন পাশে জাগবে না কেউ;- জাগবে তুমি।।

5 comments:

  1. আহা্ কতো চমৎকার কথা আমার মাবুদকে নিয়ে!!

    ReplyDelete
  2. এটা কবি ফররুখ আহমদের লেখা

    ReplyDelete